রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে জেলা আওয়ামী লীগের নেতা ও সদর আসনের মনোনয়ন প্রত্যাশী এফবিসিসিআই'র পরিচালক রেজাউল করিম রেজনুর নেতৃত্বে শহরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে বিএনপি-জামাতের নৈরাজ্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এ শান্তি সমাবেশ করেন ওই নেতা।

এ উপলক্ষে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে শহরের তমালতলা থেকে এক শান্তি সমাবেশ বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাইপাস জয়বাংলা মোড় হয়ে পুনরায় তমালতলা গিয়ে শেষ হয় সমাবেশটি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও এমপি প্রার্থী রেজাউল করিম রেজনু সিআইপি।

তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বালচালের উদ্দেশ্যে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপি-জামাতেরা। তারা আগুন দিচ্ছে, পুলিশ মারছে, সাংবাদিক মারছে। এসব করে নির্বাচন বন্ধ করা যাবেনা। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে এই ষড়যন্ত্র প্রতিহত করবেই। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামাতের সব ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকার আহ্বান জানান।

এ সময় জাবেদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল করিম বাবু, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন, পৌর আওয়ামী লীগের সদস্য শাহী এমরান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণি, পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সালামতসহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/অক্টোবর ৩১, ২০২৩)