স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর ফাঁসির দণ্ডাদেশের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা সপ্তাহব্যাপী হরতাল চলছে। হরতালের শেষ দিন আজ বৃহস্পতিবার।

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামী আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে ৩০ অক্টোবর, ২ ও ৩ নভেম্বর সারাদেশে হরতাল পালন করে দলটি। একই অপরাধে জামায়াতের আরেক নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার হরতাল ডাকে জামায়াত। সর্বশেষ আপিল বিভাগের রায়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের প্রতিবাদে বুধবারও হরতাল পালন করে জামায়াত। এর মধ্যে ৪ নভেম্বর পবিত্র আশুরা থাকায় হরতাল পালন থেকে বিরত থাকে দলটি।

দলটির ডাকা হরতালের শেষ দিন বৃহস্পতিবার অন্যান্য দিনের হরতালের মতোই নিরুত্তাপভাবে পালিত হচ্ছে। এখন পর্যন্ত রাজধানীসহ সারাদেশে হরতালে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

(ওএস/এইচআর/নভেম্বর ০৬, ২০১৪)