ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারী জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুককে পুলিশ সোমবার রাতে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় নাশকতার মামালায় আটক দেখিয়ে মীর সেলিম ফারুককে কারাগারে পাঠানো হয়েছে । মিথ্যা ও বানোয়াট অভিযোগে তাকে কারাগারে নেওয়া হয়েছে দাবি করেছে মীর সেলিম ফারুকের ছেলে।

সোমবার (৩০ অক্টোবর) রাত ১১টায় নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম আটকের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

রাতে ওষুধ কিনতে শহরের বাটার মোড়ে গেলে সেখান থেকে পুলিশ তাকে আটক করে।

মীর সেলিম ফারুকের ছেলে মীর তাহমিদ অন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বাবার আটকের বিষয়টি জানিয়েছেন, ‘স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী কর্তৃক নাশকতার মিথ্যা বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে। নিন্দা, প্রতিবাদ কিছুই জানাবো না। শুধু আব্বুর হাসিটা মনে রাখিয়েন।এই হাসি একদিন নতুন সূর্য উদয়ের আশা জাগায়।এই হাসি হাজার হাজার জাতীয়তাবাদী সৈনিকদের অনুপ্রেরণা। দেখা হবে বিজয়ে। দোয়া করবেন’।

এর আগে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন কৃষকদলের সভাপতি খাদেমুল ইসলাম, যুবদল নেতা আসাদুজ্জামান রিপন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল, জলঢাকা উপজেলার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, রাজনৈতিক জেলা সৈয়দপুরের জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক রুহুল আমিন মির্জাকে আটক জেলহাজতে পাঠানো হয়েছে।
গত রবিবার ভোর রাতে ও বেলা সাড়ে ১১টায় তাদের আটক করা হয় বলে সূত্র জানিয়েছে।

(ওআরকে/ এএস/নভেম্বর ০১, ২০২৩)