চুমোর আল্পনা


বুকের সাথে বুক মিলল, হাতের সাথে হাত
ঠোঁটের সাথে ঠোঁটের ছোঁয়ায় দু’জন কুপোকাত।

চুল গুলো তার হাওয়ায় দোলে, লজ্জা হল বাঁধা
আগুন আগুন খেলায় প্রেম সবে মাত্র আধা।

বন্ধ চোখে আবেগ ভরা সময় ছিল থেমে
লজ্জা ভরা শরীর দু’টো লেপটে ছিল প্রেমে।

প্রেমার সারা গায়ে এঁকেছি আমি চুমোর আল্পনা
দোহাই লাগে কলঙ্ক দিয়ো না, সবি ছিল কল্পনা।