মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিনে নারায়ণগঞ্জে সক্রিয় রয়েছে অবরোধকারীরা। আজ বৃহস্পতিবার সকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ট্রাক ও কার্ভাডভ্যানে আগুন ও তিনটি গাড়ি ভাঙচুর করেছেন অবরোধকারীরা। এ সময় একাধিক নেতাকর্মীদের আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ভোর ৬টার দিকে রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কুশাবো এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে সড়কে একটি তুলাবোঝাই কাভার্ডভ্যান ও একটি গাছের গুঁড়িবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেন অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করে দুই রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়লে তারা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় চার ছাত্রদলকর্মীকে আটক করে পুলিশ। আটকরা হলেন- সাজু, মেহেদী হাসান মিরাজ, শাকিব হাসান ও জিসান।

এদিকে সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ও সানারপাড় এলাকায় টায়ারে আগুন দেয়। একই সময়ে জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মামুন মাহমুদের অনুসারীরা মাদানীনগর এলাকায় টায়ার পুড়িয়ে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক টিএইচ তোফাসহ চারজনকে আটক করে পুলিশ। এদিকে সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে জেলা কৃষক দলের নেতাকর্মীরা তিনটি বাস ভাঙ্চুর করে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মাদানীনগর এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করায় চারজনকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, মহাসড়ক ছাড়াও নারায়ণগঞ্জের কোথাও কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি যেকোনো বিশৃঙ্খলা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন।

(এস/এসপি/নভেম্বর ০২, ২০২৩)