শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার স্ত্রী। তাকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম নিতাই মাহাত (৩৭)। আর আহত স্ত্রীসৌরভী মার্ডি।

শুক্রবার (৩ নভেম্বর) রাত আট'টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বাজিতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিতাই মাহাত জয়পুরহাট জেলার তাজপুর এলাকার অভিরাম মাহাতের ছেলে। আহত সৌরভী মার্ডি দিনাজপুরের বিরামপুর উপজেলার ধানজুড়ি এলাকার সিলিক মার্ডির মেয়ে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মমিন জানান,'আহত সৌরভী মার্ডি স্থানীয় দলার দরগা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।'

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত আটটার দিকে বিরামপুর উপজেলা থেকে একটি মোটরসাইকেলে করে ঘোড়াঘাট যাচ্ছিলের এ দম্পতি। এসময় ঘোড়াঘাট থেকে একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের দিকে যাওয়ার পথে বাজিতপুর নামক স্থানে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী দু'জনেই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দলার দরগা হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক নিতাই মাহাতকে মৃত ঘোষণা করেন।

(এসএস/এসপি/নভেম্বর ০৪, ২০২৩)