রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট ইউনিয়ন পরিষদ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ওবায়দুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভূমি কর্মকর্তা আমেনা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু অরুণ কুমার সাহা, সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান মুক্তা প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশের জন্য ৪টা ভিত্তি ঠিক করা হয়েছে। স্মার্ট সিটিজেন অর্থাৎ আমাদের প্রত্যেকটা সিটিজেন প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে। স্মার্ট ইকোনোমি অর্থাৎ ইকোনোমির সমস্ত কার্যক্রম আমরা প্রযুক্তি ব্যবহার করে করবো। স্মার্ট গভর্নমেন্ট যেটা ইতোমধ্যে আমরা অনেকটা করে ফেলেছি, বাকিটাও করে ফেলব এবং আমাদের সমস্ত সমাজটাই হবে স্মার্ট সোসাইটি।

(আরআর/এসপি/নভেম্বর ০৪, ২০২৩)