রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে বাংলাদেশ রেফারিজ এসোসিয়েশনের ৪ বছর মেয়াদী নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে পদাধিকার বলে জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমকে সভাপতি ও মো. ছরোয়ার হোসেন শান্তকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মো. মাইনুল হক সিদ্দিকী, শাহ আলম, পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি, সহসাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ মো. ফেরদৌস হোসেন লিটন, দপ্তর সম্পাদক মো. বুরহান উদ্দিন, সদস্য শফিকুল ইসলাম ইমন, আহসান হাবীব জুয়েল, আবুল কালাম আজাদ, শহিদুল ইসলাম লিমন, সাইদুর রহমান পল, মমিনুল ইসলাম, জাহাঙ্গীর কবির রতন, আবুল কালাম মো. শরিফ উদ্দিন।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত রেফারিজ এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমের সভাপতিত্বে ও রেফারিজ এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মো. বুরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আ.ব.ম. জাফর ইকবাল জাফু, জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সহসভাপতি মো. মাইনুল হক সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান পল প্রমুখ।

(আরআর/এসপি/নভেম্বর ০৪, ২০২৩)