আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে জাতীয় ইঁদুর নিধন অভিযান প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তার মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে ইঁদুর নিধন অভিযান প্রকল্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা দেবী চন্দ।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো. বখতিয়ার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো.খলিলুর রহমান, কৃষক মহিউদ্দিন পাইক প্রমুখ।

সভায় উপস্থিত কৃষকেরা অভিযোগ করে বলেন, সরকার সম্পদ রক্ষার জন্য ইদুর নিধন প্রকল্পে অর্থ বরাদ্দ দিলেও ওই অর্থের সঠিক ব্যবহার না হওয়ায় চাষিরা উপকৃত হচ্ছেনা। পাশপাশি প্রকল্পের অর্থে গ্রাম গঞ্জের চাষিদের উদ্বুদ্ধকরণ সভা সমাবেশও হয়না। ফলে সরকারের মহতি উদ্যোগ ব্যর্থ হয়ে প্রকল্পের কাগজে কলমের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

(টিবি/এএস/নভেম্বর ০৬, ২০১৪)