স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : গত ৫ অক্টোবর দুপুর ২ টার সময় ইলিয়াস নামের এক যুবক তার বাসা হইতে দুপুরের খাবারের পর কর্মস্থলে ফেরার পথে মানিক নামের এক কিশোর সহ আরও ৮/১০ মানিক এর সহযোগীরা অহেতুক অতর্কিতভাবে পেছন হইতে ইলিয়াসকে আক্রমণ করতঃ ঘেরাউ করিয়া এলোপাথারীভাবে কিল, ঘুষি মারিয়া এবং তাহাদের হাতে থাকা লোহার রড, পাইপ সহ বিভিন্ন লাঠি সোঠ দিয়া এলাপাথারীভাবে আঘাত করিয়া ইলিয়াসের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে।

অতঃপর ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন আগাইয়া আসতে থাকলে মানিকস সহ তার সহযোগীরা ইলিয়াসকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়া ঘটনাস্থল হইতে দৌড়াইয়া পালাইয়া যায় । অতঃপর স্থানীয় লোকজন আগাইয়া আসলে ইলিয়াসকে ঘটনাস্থল হইতে উদ্ধার পূর্বক নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর সরকারি হাসপাতালে নিয়া চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে।

পরবর্তীতে ভুক্তভোগী নিজে উক্ত ঘটনার পাশের সিসি ফুটেজ চেক করিয়া উল্লেখিত মানিকসহ তার সহযোগীদের সনাক্ত করতঃ আমাকে মারধর করার কারণ জিজ্ঞাসাবাদ করায় মানিক সহ তাহার সঙ্গীয় অজ্ঞাতনামা ৮/১০জন ভুক্তভোগী কে পুনরায় মারধরের হুমকি সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে।

পরে ৬ই অক্টোবর সকালে নারায়ণগঞ্জ ফাতুল্লাহ মডেল থানায় ভুক্তভোগ তার পরিবার, মানিকসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের নামে অভিযোগ দায়ের করেন।

(এস/এসপি/নভেম্বর ০৭, ২০২৩)