নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লায় সন্ত্রাসীর গুলিতে পুলিশের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ কর্মকর্তা এসআই ফিরোজ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজকে লক্ষ্য করে গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে  শীর্ষ ছিনতাইকারী জিরা সুমন ও তার গ্রুপ।

বৃহস্পতিবার দুপুরে নগরীর ঝাউতলা এলাকার এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে নগরীর মুন হাসপাতালে জরুরি অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

সূত্র জানায়, বেলা পৌনে ১২টার দিকে ঝাউতলার ব্র্যাক ব্যাংকের সামনে নিরাময় হাসপাতালের গলির সামনে বাসা থেকে বের হয়ে জিরা সুমন ও গ্রুপকে ধাওয়া করে এসআই ফিরোজ। এ সময় তাকে চাপাতি দিয়ে কুপিয়ে এবং পিস্তল দিয়ে আঘাত করে মাথায় মারাত্মক জখম করে। পরে ছিনতাইকারীরা ফিরোজের পিস্তল ছিনিয়ে নিয়ে জিরা সুমন পালিয়ে যায়।

চিকিৎসক আজিজুর রহমান সিদ্দিকী জানান, সিটি স্কেনে এসআই ফিরোজের মাথায় যে একটি টুকরা দেখা যাচ্ছে তা বুলেট হওয়ার সম্ভাবনা কম। তবে মাথার দুই জায়গায় হাড় ভেঙ্গে যাওয়ায় এমনটা হতে পারে।

কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান, জিরা সুমন ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।


জেলা গোয়েন্দা শাখা সূত্র আরো জানায়, জিরা সুমনকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, জিরা সুমন নগরীর ঝাউতলা, দৌলতপুর, অশোকতলা এলাকায় মোবাইল ও মোটরসাইকেল ছিনতাই চক্রের মূল হুতা। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ডিবির এসআই ফিরোজ তাকে ধরতে দুপুরে ঝাউতলা এলাকায় অভিযানে যান।

(একেএইচ/এএস/নভেম্বর ০৬, ২০১৪)