বিপুল কুমার দাস, রাজৈর : গতকাল মঙ্গলবার দুপুরে মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কের কামালদী নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১ জন ও আহত হয়েছেন ৩ জন।

সরেজমিনে জানা যায়, সাকুরা পরিবহন ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। সামনে যাচ্ছিল একটি প্রাইভেট কার। সাকুরা পরিবহন ও প্রাইভেট কারের মাঝখানে দুরুত্ব ছিলো দুইশত মিটারের মত। মস্তাফাপুর থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক টেকেরহাট যাচ্ছিল যাত্রী নিয়ে। কামালদী নামক স্থানে এলে সাকুরা গাড়ির সামনের প্রাইভেট কারটি হঠাৎ ডান পাশর ক্রসিং রাস্তায় ঢুকে পরলে বিপরীত দিক থেকে আসা ইজিবাকের সাথে সাকুরা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। সাকুরা পরিবহনের ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে মুচরে, চূর্ণ বিচুর্ণ হয়ে যায়। এতে ইজিবাইকে থাকা এক যাত্রী ঘটনা স্থলেই মারা যায়। ইজিবাইক ড্রাইভার সহ অন্য দুই যাত্রী মারাত্মক ভাবে আহত হন। আহত ও নিহত ব্যক্তিদের রাজৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাজৈর স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দের কাছে আহত ব্যক্তিদের সম্পর্কে জানতে চাইলে ডাক্তার গন প্রতিদিনের কাগজকে বলেন আহতদের মধ্যে এক জনের অবস্থা আশংকা জনক অন্য এক জনের বাম পায়ের হাড় ভেঙ্গে গেছে বাকি জন মহিলা হাড় ভাঙ্গা ব্যক্তির স্ত্রী তাই স্বামীর সাথে সেও ঢাকা চলে গেছেন।

নিহত ব্যক্তি সোমাদ্দার (নিজ বাজিতপুর) কুন্ডু পাড়া নিবাসী মৃত্যু আশুতোষ কুন্ডুর ছেলে খোকন কুন্ডু (৪২)। সে একজন পান ব্যবসায়ী। আহত ব্যক্তিদের মধ্যে আশংকা জনক ব্যক্তি মস্তাফাপুর নিবাসী শাজাহান ফকিরের ছেলে সাহাবুদ্দিন ফকির (৫০) সে ইজিবাইক চালক। বাকি দুইজন সজল বেপারী (৩৫) ও তার স্ত্রী সুমাইয়া বেগম (২২)।

জানা গেছে, এদের বাড়ী খুলনায় তারা এখানে বেড়াতে এসেছিল। সাধুরব্রীজ হাইওয়ে থানার এএসআই নিউটন বলেন সাকুরা পরিবহনের গাড়িটি আমরা জব্দ করেছি।

রাজৈর থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন এখনো মামলা হয়নি তবে মামলা প্রক্রিয়াধীন।

(বিডি/এসপি/নভেম্বর ০৮, ২০২৩)