ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের অধীন টাঙ্গাইলের ভূঞাপুরে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন বৃহষ্পতিবার সকাল ১০ টায় পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব এমএ হান্নান।

তিনি ত্রিতল ভবনটি ঘুরে দেখেন এবং নির্মাণ কাজের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, এলজিইডি টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মো. হেলালুজ্জামান সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম. এ মজিদ মিঞা, উপজেলা প্রকৌশলী রাজু আহাম্মেদ প্রমুখ।

উল্লেখ্য, পঞ্চম তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৫৫ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থের ভবনটিতে ১২টি দোকান, অফিস ও কমিউনিটি সেন্টার রয়েছে। পরে তিনি গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজও পরিদর্শন করেন।

(এআর/এএস/নভেম্বর ০৬, ২০১৪)