চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ৫০৪ বোতল ফেনসিডিল আটক করেছে বিজিবি। বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মানিকপুর সীমান্ত থেকে এসব ফেনসিডিল আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল: এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে রাজাপুর ক্যাম্পের কমান্ডার তোতা মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে মানিকপুর সীমান্তের ৭৩/৩ এস পিলারের কাছে একটি কলাবাগানে ওঁৎ পেতে থাকে। এ সময় ৭/৮ জন চোরাচালানি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদেরকে চ্যালেঞ্জ করলে পাঁচটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ৫০৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

(ওএস/এইচআর/মে ০১, ২০১৪)