শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে কাহারোল উপজেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন ও বাদ্যযন্ত্র প্রদান উপলক্ষে আলোচনা সভা ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

কাহারোল শিল্পকলা একাডেমির উমুক্ত চত্বরে বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ৮ টায় কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মীন আরা পারভীন, কাহারোল থানার ওসি মো. ফারুকুল ইসলাম ও উপজেলা শিল্পকলার সাধারন সম্পাদক মো. কামাল হোসেন সহ অন্যরা।

এসময় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, ‘শুদ্ধ সংস্কৃতির চর্চা একটি সুন্দর সমাজ গড়তে অপরিহার্য। সৃষ্টিশীল সমাজ গড়তে সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তিনি সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ও চর্চার পরিবেশ তৈরি করে দিয়ে গেছেন।শুদ্ধ সংস্কৃতি চর্চা মানুষকে মানবিক করে গড়ে তোলে। জঙ্গিবাদমুক্ত সৃজনশীল জাতি গঠনে সাহিত্য-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে।’

অনুষ্ঠঅনে দিনাজপুর দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহ্ আলম শাহী, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তারেকুজ্জামান তারেক, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা প্রকৌশলী মো. ফিরোজ আহম্মেদ, উপজেলা শিল্পকলার সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ফিতা কেটে নব নির্মিত কাহারোল উপজেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলবেঞ্চ, ল্যাপটপ প্রজেক্টও ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করেন এমপি গোপাল।

(এস/এসপি/নভেম্বর ১০, ২০২৩)