চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌর সদরের হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ বৃহস্পতিবার ভোরবেলায় রাশ পূর্ণিমা উপলক্ষে এক নগর কীর্তানুষ্ঠানের আয়োজন করে।

পৌরসভার হরিসভা মন্দির প্রাঙ্গণে ভোর ৫টায় শত শত নর-নারী সমবেত হন। সেখানে দেশ ও দশের মঙ্গল কামনায় প্রার্থনা সভায় মিলিত হন। প্রার্থনা পরিচালনা করেন গীতাশাস্ত্রী শ্রীযুক্ত শুভাষ চন্দ্র দাস। প্রার্থনা শেষে বের করা হয় নগর কীর্তন।


শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নগর কীর্তনটি এসে শহরের দোলবেদীতলা সার্বজনীন মন্দিরে এসে শেষ হয়। সেখানেও অনুষ্ঠিত হয় এক সমবেত প্রার্থনা সভা। সভা শেষে ভক্তবৃন্দের মাঝে মিষ্টান বিতরণ করা হয়। রাতে শহরের বিভিন্ন মন্দিরে মন্দিরে নানা আয়োজনে রাশ পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠান হবে বলে জানালেন উপজেলা পূজা উযাপন পরিষদের সম্পাদক অধ্যাপক অশোক চক্রবর্তী।

(এসএইচএম/এএস/নভেম্বর ০৬, ২০১৪)