সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : বিশ্ব মানবতার কল্যান কামনায় দেশ ও জাতির মঙ্গলার্থে  ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাপাসিয়া উপজলার কুরুলিয়া গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে গতকাল রবিবার থেকে ২৪ প্রহর একনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়েছে। নিউটান দাসের অধিবাসের মধ্যে দিয়ে মহা নামযজ্ঞ শুরু হয়। কীর্তনে মোট আটটি দর অংশ নেন। 

শুরু থেকে বৃন্দাবন সম্প্রদায়, সংগীতা সম্প্রদায়,পুর্ণিমাদেবী সম্প্রদায়, নব রাধারানী সম্প্রদায়,আদি পাগল সম্প্রদায়, মধুসূদন সম্প্রদায় নাম সুধা পরিবেশন করছেন। নাম সুধা্র পরেই ভগবান শ্রী কৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন শুরু হবে। নাম সংকীর্তনে অত্র উপজেলা ছাড়াও পাশের উপজেলা থেকে ও কৃষ্ণ ভক্তরা কীর্তন শ্রবন করতে হাজারো ভক্তের সমাগম ঘটেছে।

(এসকেডি/এসপি/নভেম্বর ১৩, ২০২৩)