সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ততই বাড়ছে মনোনয়ন প্রত্যাশীদের দৌঁড়ঝাপ। কেন্দ্র থেকে শুরু করে মাঠ পর্যায়ে কেউই বসে নেই। সবাই যার যার মতো করে মোটর সাইকেল শো-ডাউন, পথসভা, উঠোন বৈঠক করেই যাচ্ছেন। তাদের লক্ষ্য একটাই মনোনয়ন পাওয়া। মনোনয়ন নিয়ে মাঠ পর্যায়ে রয়েছে নানান আলোচনা- সমালোচনা ও গল্প গুজব। তবে সব আলোচনা সমালোচনা ও গুজবকে পেছন ফেলে  তৃণমূলের সমর্থনে মনোনয়ন দৌঁড়ে বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, নব্বইর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের অন্যতম ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও  নেত্রকোনা-৩ আসনরে এমপি অসীম কুমার উকিল অনেক এগিয়ে। এমনটিই দাবি কেন্দুয়া আটপাড়ার তৃণমূলের শত শত নেতাকর্মীর।

কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা ও আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জুর মতে দুই উপজেলায় অসীম কুমার উকিলের মনোনয়নের পক্ষে তৃণমূলের যে অকুণ্ঠ সমর্থন রয়েছে তা মনোনয়ন বোর্ডের শীর্ষ নেতৃবৃন্দ অবগত আছেন। অসীম কুমার উকিল তৃণমূলের সমর্থনে মনোনয়ন দৌঁড়ে অনেক এগিয়ে।

কারণ হিসাবে উল্লেখ করে বিভিন্ন বর্ধিত সভা সমাবেশে তারা বলেন, অসীম কুমার উকিল এমপি নির্বাচিত হওয়ার পর প্রথমেই দুই উপজেলার আওয়ামীলীগের কমিটিকে শক্তিশালী করছেন। ঘরে ঘরে পৌছে দিয়েছেন বঙ্গবন্ধুর আদর্শের বার্তা। তাছাড়া নির্বাচনি এলাকায় উন্নয়মূলক কর্মকান্ডের উদ্বোধন ও জনগণকে প্রায় প্রতি সপ্তাহেই এলাকায় এসে অনেক সময় দিয়েছেন। ঠিক পূর্বের নির্ধারিত সময়মতো সভা সমাবেশে যোগ দিয়েছেন। প্রতি ঈদ, পূজায় কেন্দুয়াস্থ উকিল বাড়িতে দুই উপজেলার দলীয় নেতৃবৃন্দের আপ্পায়ন করে আলোচনায় এসেছেন তিনি। তাছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনেক অনুদান এনে সুবিধাভুগিদের হাতে তুলে দিয়েছেন। কাউকে কোন দিন কোন কাজের জন্য ঢাকা যেতে হয়নি। উন্নয়নমূলক কাজ নিয়ে সমালোচনা থাকলেও সাম্প্রতিক সময়ে এক মাসের ব্যবধানে অন্তত ২০টি পাকা রাস্তা উদ্বোধন করেছেন। উপজেলা পরিষদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় কেন্দুয়ায় নৌকা প্রতীকের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ৭টি ইউনিয়নের মধ্যে ৭টিতেই নৌকা প্রতীকের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অপরদিকে কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীক নিয়ে ৮ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি ৫টির স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সবাই আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী একজনও বিএনপির নেই। অসীম কুমার উকিল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সব মিলিয়ে আগামী নির্বাচনে তিনিই পাচ্ছেন মনোনয়ন এমনটিই আশা ও বলাবলি করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

(এসবি/এসপি/নভেম্বর ১৪, ২০২৩)