স্টাফ রিপোর্টার : বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে প্রতিবেদন প্রকাশ করেছে তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম।

তিনি বলেন, টিআইবি সব সময় মনগড়া প্রতিবেদন প্রকাশ করে। এ ধরনের মনগড়া প্রতিবেদন থেকে বিরত থাকতে তাদের অনুরোধ করছি।

বৃহস্পতিবার মহাখালীতে আইসিডিডিআরবির সেমিনার হলে তিনি এ মন্তব্য করেন।

‘সরকারি সেবা পেতে বাড়তি টাকা খরচ করতে হয়’ এমন অভিযোগের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সাধারণ জনগণের কাছ থেকে নামমাত্র কিছু টাকা নেয়া হয়। এখানে বাড়তি টাকা নেয়ার প্রশ্নই আসে না।

(ওএস/এটিআর/নভেম্বর ০৬, ২০১৪)