শ্রীনগর প্রতিনিধি : মহান স্বাধীনতা যুদ্ধে শ্রীনগরের বীর মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের ১৭ নভেম্বর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলাটি হানাদার মুক্ত করেছিলেন। শ্রীনগর হানাদার মুক্ত দিবস-২০২৩ উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে স্মৃতিচারণ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

আজ শুক্রবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন।

বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা হাজী আনোয়ার হোসেন খানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন মাস্টার, মোশারফ হোসেন মৃধা, আনিছুল ইসলাম তালুকদার, তোফাজ্জল হোসেন, নাজিমউদ্দীন তালুকদার, আহসান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ হারুন উর রশিদ, শিক্ষক আমজাদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ মিথুনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

(এম/এসপি/নভেম্বর ১৭, ২০২৩)