বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামায় পাহাড় ধসে আব্দুল মান্নান (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিক দিবসে এ ঘটনায় পারভেজ ও সাহাব উল্লাহ নামে আরো ২ শ্রমিক গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মন্নান লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের মনদুলারচর পাড়ার আবু মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সাহেব আলী জানান, সকাল সাড়ে ৮টার দিকে আব্দুল মন্নানসহ ৩ শ্রমিক পূর্বচাম্বী পাড়ায় নবনির্মিত শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ সম্প্রসারণের জন্য পাহাড়ের মাটি কাটার কাজ করতে যান। পাহাড় কাটার সময় হঠাৎ মাটি চাপা পড়ে আব্দুল মন্নান ঘটনাস্থলে মারা যান এবং সঙ্গীয় ২ শ্রমিক গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি লোহাগাড়া উপজেলার পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহতরা সরই ইউনিয়নের পুইট্টারঝিরি ইসহাক মেম্বার ও ফারাঙ্গাপাড়ার বাসিন্দা।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জাহান খান পাহাড় ধসে শ্রমিক আব্দুল মান্নান নিহত ও ২ শ্রমিক আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

(ওএস/এইচআর/মে ০১, ২০১৪)