স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে একই পরিণতি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনার। দুই দলই মিশন শুরু করেছিল হার দিয়ে। আবার দুই জনপ্রিয় দল শেষের দুই ম্যাচ জিতে উঠে গেছে শেষ ষোলতে।

ইন্দোনেশিয়ায় চলমান ছোটদের এই বিশ্বকাপে আর্জেন্টিনার পর ব্রাজিলও উঠে গেছে নকআউট পর্বে। শুক্রবার জাকার্তায় গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে।

ইংল্যান্ড আগেই নিশ্চিত করেছিল শেষ ষোলতে খেলা। তাই ব্রাজিলের বিপক্ষে তাদের ম্যাচটি ছিল শ্রেষ্ঠত্ব আর গ্রুপসেরা হওয়ার।

মাঠের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ইংল্যান্ড হেরে গেলেও গোলগড়ে তারাই হয়েছে গ্রুপসেরা। আর ব্রাজিল রানার্সআপ হয়ে উঠেছে নকআউট পর্বে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিল প্রতিপক্ষ পেয়েছে ইকুয়েডরকে। ইংল্যান্ডকে প্রতিপক্ষ পেতে অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত।

৪৩ মিনিটে কাউয়া ইলিয়াসের গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। ৫৪ মিনিটে দা মাতা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৭১ মিনিটে পেনাল্টিতে করা গোলে ব্যবধান ২-১ করেন ইংল্যান্ডের এনদালা।

গ্রুপের অন্য ম্যাচে ইরান ৩-০ গোলে নিউ ক্যালেডোনিয়াকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গোলগড়ে তৃতীয় হয়েছে। তবে তারাও তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা চারে থেকে উঠে গেছে শেষ ষোলতে।

(ওএস/এএস/নভেম্বর ১৮, ২০২৩)