কুষ্টিয়া প্রতিনিধি: হরতালের কারণে কয়েকদিন পর হলেও  আজ শুক্রবার সকাল ৯টা থেকে সারাদেশে এক সাথে অভিন্ন প্রশ্নপত্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে।

জামায়াতে ইসলামীর লাগাতার হরতালের কারনে এক সপ্তাহ পর এই পরীক্ষা শুরু হলো।
এবার কুষ্টিয়ায় জেএসসি পরীক্ষার্থী ২৫ হাজার ১৬৪ জন এবং জেডিসি পরীক্ষার্থী ২ হাজার ৩৪৬ জন। জেলায় মোট পরীক্ষার্থী ২৭ হাজার ৫১০জন।

পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশপাশি কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ধারা জারি রয়েছে।

জেলার ৫২টি কেন্দ্রে জেএসসি ও ৯টি কেন্দ্র জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেএসসি কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে কুষ্টিয়া সদর উপজেলায় ৫টি, দৌলতপুরে ৭টি, মিরপুরে ৫টি, ভেড়ামারায় ৩টি, কুমারখালী ৩টি ও খোকসায় ২টি কেন্দ্র রয়েছে।

জেডিসি কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম আলীয়া মাদ্রাসা, উজানগ্রাম আলিম মাদ্রাসা, কুমারখালী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, বাঁশগ্রাম সিনিয়র ফাজিল মাদ্রাসা, দৌলতপুর রেজওয়ানুল উলুম মাদ্রাসা, মিরপুর সুলতানপুর সিনিয়র মাদ্রাসা, খোকসা দারুল উলুম দাখিল মাদ্রাসা, ভেড়ামারা দাখিল মাদ্রাসা ও দৌলতপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।



(কেকেএইচ/এসসি/নভেম্বর০৭,২০১৪)