রাজন্য রুহানি, জামালপুর : ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন জামালপুরের সরিষাবাড়ি রেলস্টেশনে পৌঁছার পর তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা-তারাকান্দি রুটে চলাচলকারী আন্তঃনগর এ ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আহত হয়েছেন চার নারীসহ ১০ জন ব্যক্তি। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে দাঁড়ায় যমুনা ট্রেনটি। পরে ট্রেনটি তারাকান্দি স্টেশনের উদ্দেশে যাত্রা করলে পেছনের তিনটি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ট্রেনের ক, খ ও গ বগিতে আগুন ছড়িয়ে পড়লে দুটি বগি আগুনে ভস্মীভূত হয়।

ট্রেনের বগিতে আগুন দেখে তৎক্ষনাৎ ৪ নারীসহ ১০ জন ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এতে আহত হন আশিকা সুলতানা, মমতাজ বেগম, জেল বেগম ও লাবনী আক্তার। তারা সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত ডা. তাহমিনা বেগম।

সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সহকারী মাস্টার আব্দুস সালাম ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলকর্মীরা এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এতে ট্রেনের শেষদিকের বগি ক, খ, গ-তে আগুন ছড়িয়ে পড়লে দুটি বগি আগুনে ভস্মীভূত হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব উদ্দিন, ওসি ডিবি শাহনেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের কতর্ব্যরত সহকারী স্টেশনে মাস্টার আব্দুস সালাম জানান, ১টা ৭ মিনিটে সরিষাবাড়ি রেলস্টেশনে প্রবেশ করে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি। পরে ট্রেনটি ছেড়ে দেওয়ার জন্য পয়েন্টসম্যান লাইন ক্লিয়ার দেয়। ট্রেনটি ১টা ১০ মিনিটে রান করার পর যাত্রীরা ডাকচিৎকার (আগুন আগুন) করলে কক্ষ থেকে বেরিয়ে বগিতে আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তিনি আরও জানান, আগুনে ট্রেনের পেছনের ৩টি বগির মধ্যে ক (নম্বর-৭৩০৭) ও গ (নম্বর- ৬১০২) বগি ভস্মীভূত হয়। এছাড়া ট্রেনের খ বগি (নম্বর-২১১৭) আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

সরিষাবাড়ী সিনিয়র ফায়ার স্টেশন অফিসার রুহুল আমীন বলেন, ‘১৭ জন সদস্যের নিরলসভাবে পরিশ্রমে ২ ঘন্টা পর আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আসে।'

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মুশফিকুর রহমান বলেন, ‘ট্রেনে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। এ ঘটনায় আমাদের ওপর কোনও দায়িত্ব অর্পিত হলে তদন্ত করে দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

(আরআর/এএস/নভেম্বর ১৯, ২০২৩)