স্টাফ রিপোর্টার : জিয়াউর রহমান ৭ নভেম্বরের ঘটনার পর দ্বিতীয়বারের মতো দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৭ নভেম্বর উপলক্ষে শুক্রবার সকালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির নেতাকর্মীদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

‘আওয়ামী লীগ বলছে, জিয়াউর রহমান আইএসআইয়ের চর ছিলেন’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা পাগলের প্রলাপ। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। ইতিহাস এর সাক্ষী। তিনি স্বাধীনতার ঘোষক। তার ঘোষণার পর জনগণ দেশমাতৃকার মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল।


(ওএস/এইচআর/নভেম্বর ০৭, ২০১৪)