ধানমন্ডিতে বাসে আগুন

স্টাফ রিপোর্টার : বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিনে রাজধানীর ধানমন্ডিতে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ঘটনাস্থলে যাচ্ছে।
রবিবার (১৯ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে বাসটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে মিরপুর সুপার লিংক পরিবহনের বাসে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পাওয়া পরে আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
(ওএস/এএস/নভেম্বর ২০, ২০২৩)