স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকূপায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই জন। সোমবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার গাড়াগঞ্জ বাজারের পাশে চণ্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান যশোরের চাচড়া এলাকার আবু কালামের ছেলে।

আহতরা হলেন যশোরের মনির হোসেনের ছেলে মোস্তফা হোসেন, শৈলকূপার ভাটই বাজার এলাকার নিতাই চন্দ্রের ছেলে পল্লব চন্দ্র। তারা সবাই যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানির কর্মচারী।

স্থানীয়রা জানায়, কুষ্টিয়া থেকে বালুবোঝাই ট্রাকটি ঝিনাইদহের দিকে যাচ্ছিল। গাড়িটা তার বাম দিক না গিয়ে রাস্তার ডান দিকে আসে। এসময় ঝিনাইদহ থেকে মোটরসাইকেল করে তিনজন গাড়াগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। চণ্ডিপুর তেল পাম্পের পাশে ঘাতক ট্রাকটি সজোরে মোটরসাইকেলে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর শৈলকূপা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার সময় ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সটি নষ্ট হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুই কর্মী সিএনজি করে আহতদের হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাবার পথেই মারা যান মেহেদী হাসান।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুরদাস মণ্ডল জানান, নিহতের মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(একে/এএস/নভেম্বর ২০, ২০২৩)