স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহ থেকে হারিয়ে ও চুরি হওয়া ৩৮ টি মোবাইল ও প্রতারণার মাধ্যমে প্রায় ২ লাখ টাকা খোয়া যাওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকদের হাতে মোবাইল ও টাকা বুঝে দেয় পুলিশ সুপার আজিম-উল-আহসান।

পুলিশ সুপার জানান, জেলার ৬ থানায় বিভিন্ন সময় মোবাইল হারিয়ে ও চুরি হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়। থানায় ডায়েরি হওয়ার পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তা তদন্ত শুরু করে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে ৩৮টি মোবাইল উদ্ধার করে।

এছাড়াও ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)’র মাধ্যমে ঝিনাইদহের ১৩ জন গ্রাহকের কাছ থেকে ১ লাখ ৯৪ হাজার ১৫ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। পরে তাদের সনাক্ত করে উদ্ধার করা হয় খোয়া যাওয়া টাকা। উদ্ধার হওয়া সেই টাকা ১৩ জন মালিকের কাছে বুঝে দেওয়া হয়েছে।

(একে/এএস/নভেম্বর ২০, ২০২৩)