নারায়ণগঞ্জ প্রতিনিধি : প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলামের দ্বিতীয় জানাজা বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের মৌচাক মোড়ে সম্পন্ন হয়েছে। এতে সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক মোড়ে অনুষ্ঠিত জানাজার আগে সংক্ষিপ্ত সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নজরুল ইসলামসহ ৭ জনের হত্যাকারীদের ফাঁসির দাবি জানানো হয়।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে শিমরাইল এবং লিংক রোডে ২ শ’ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সাইনবোর্ড থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সকাল থেকে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ নজরুল ইসলামের জানাজায় অংশ নিতে মৌচাক মোড়ে আসতে থাকে। এক সময় তা জনসমুদ্রে রূপ নেয়। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ।

শোকাহত এ সব মানুষ তাদের ‘প্রিয় জনপ্রতিধি’কে হারিয়ে যেমন শোকে মুহ্যমান। তেমনি চোখে মুখে ক্ষোভের দাহ। তারা তাদের ‘প্রিয় নেতা’কে হত্যার প্রতিবাদে ফুঁসে ওঠেছে। তারা নজরুল ইসলামসহ ৭ জন হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবি তুলেছেন।

সকাল ১১টায় মৌচাক মোড়ে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান স্থানীয় ঈদগাহ মসজিদের ইমাম আবদুল আওয়াল।

জানাজা শেষে নজরুল ইসলামকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

(ওএস/এইচআর/মে ০১, ২০১৪)