বরগুনায় দেশীয় শটগান সহ ডাকাত সদস্য আটক
মোঃ শাজনুস শরীফ, বরগুনা : বরগুনা জেলার বামনা উপজেলায় ডাকাতির প্রস্তুতির কালে শটগানসহ আবদুল মালেক নামের ডাকাতদলের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম।
আটক ওই ডাকত সদস্য আবদুল মালেকের ভাষ্যমতে তার বাড়ি পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মহেশখালী গ্রামে, তার পিতার নাম সেকান্দর আলী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব বলইবুনিয়া গ্রামে খতিব বাড়ি সংলগ্ন এলাকা থেকে রবিবার দিবাগত রাত (সোমবার রাতের প্রথম প্রহরে ২০ নভেম্বর) আনুমান পৌনে একটার দিকে ডাকাতির প্রস্তুতির কালে একটি দেশীয় তৈরি শটগানসহ আবদুল নামের ওই ডাকাত সদস্যকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিয়ে থানায় সোপর্দ করে তাকে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতির কালে স্থানীয়রা আবদুল মালেক নামের এক ডাকাত সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও আটক আবদুল মালেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
(এসএস/এসপি/নভেম্বর ২০, ২০২৩)
আটক ওই ডাকত সদস্য আবদুল মালেকের ভাষ্যমতে তার বাড়ি পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মহেশখালী গ্রামে, তার পিতার নাম সেকান্দর আলী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব বলইবুনিয়া গ্রামে খতিব বাড়ি সংলগ্ন এলাকা থেকে রোববার দিবাগত রাত (সোমবার রাতের প্রথম প্রহরে ২০ নভেম্বর) আনুমান পৌনে একটার দিকে ডাকাতির প্রস্তুতির কালে একটি দেশীয় তৈরি শটগানসহ আবদুল নামের ওই ডাকাত সদস্যকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিয়ে থানায় সোপর্দ করে তাকে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতির কালে স্থানীয়রা আবদুল মালেক নামের এক ডাকাত সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও আটক আবদুল মালেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
,মোবাইলঃ০১৭০০৮৪৯২৫৬তারিখঃ২০ নভেম্বর ২০২৩ছবি: আটক ডাকাত সদস্য আবদুল মালেক ও উদ্ধারকৃত শটগান।