দিনাজপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, পুলিশ সদস্য ক্লোজড
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বিরলে বিয়েরর প্রলোভন দেখিয়ে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবল এর বিরুদ্ধে। এ ব্যাপারে ভুক্তভোগী নারী অভিযোগ করলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ওই কনস্টেবলকে ক্লোজড করে। পুলিশ সদস্যের এমন কর্মকান্ডে বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্বজনসহ এলাকাবাসী। অভিযোগ পাওয়ার পর প্রাথমিক অবস্থায় কনষ্টবলকে ক্লোজড করেছে পুলিশের উদ্ধৃতন কতৃপক্ষ।
দিনাজপুর বিরল উপজেলার জগতপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন ওই এলাকার এক গৃহবধূ। স্বজন ও এলাকাবাসী জানিয়েছেন দুই সন্তানের জননী ঐ নারী একটি মাদ্রাসায় রান্নার কাজ করতো। পাশেই পুলিশ ফাড়ির কনষ্টেবল চাকরি সুবাদে সোহেল রানা ওই এলাকায় থাকাকালীন তাদের মধ্যে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে সখ্যতা তৈরি হয়। ওই কনস্টেবল বিয়েরর প্রলোভন দেখিয়ে প্রায় এক বছর ধরে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলে।
একাধিকবার তাকে বিয়ের জন্য চাপ দিল সে পাশ কাটিয়ে যায়। শনিবার রাতে ওই নারী ফাড়িতে গিয়ে তাকে বিয়ের জন্য চাপ দিলে কনস্টেবল সোহেল রানা তাকে আঘাত করে কৌশলে পালিয়ে যায়। পরে সেই রাতেই ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। এক পুলিশ সদস্যের এমন কর্মকান্ডে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী চায় ন্যায় বিচার।
পুলিশের এমন কর্মকান্ড এলাকায় কেউ মেনে নিতে পারছে না। এলাকাবাসী চায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে উদ্ধর্তন কতৃপক্ষের নির্দেশে কনস্টেবল সোহেল রানাকে পুলিশ লাইনে ক্লোজ করার কথা জানিয়েছেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মাওলা জানিয়েছেন।
থানা জানিয়েছে অভিযোগের প্রেক্ষিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিভাগীয় তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহ করা হবে।
(এসএস/এসপি/নভেম্বর ২০, ২০২৩)