বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের কচুয়ায় ঢাকাগামী দূরপাল্লার পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হোসেন শেখ কাজল (২৭) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে বাগেরহাট- পিরোজপুর মহাসড়কে কচুয়ার শিববাড়ী মোড়ে এই দূর্ঘটনা ঘটে। নিহত হোসেন শেখ কাজল বাগেরহাট সদরের বেমরতা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের শেখ আব্দুস সাত্তারের ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহাসীন হোসেন জানান, সোমবার দুপুরে বাগেরহাট- পিরোজপুর মহাসড়কে কচুয়ার শিববাড়ী মোড়ে রায়েন্দা থেকে ছেড়ে আসা ঢাকাগামী হামিম পরিবহনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি পরিবহনের মধ্যে ঢুকে যায়। এসময়ে মোটরসাইকেল চালক হোসেন শেখ কাজল ঘটনাস্থলে নিহত হয়েছে। পুলিশ ঢাকাগামী হামিম পরিবহনটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
(এস/এসপি/নভেম্বর ২০, ২০২৩)