রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরাসহ মুক্তিযোদ্ধারা সকাল সাড়ে সাতটায় কাঁকশিয়ালী নদীর ব্রীজ সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে ও সকাল সাড়ে ৮টায় সোহরাওয়ার্দি উদ্যানের বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর মহৎপুর সরকারি গোরস্থানে প্রয়াত মুক্তিযোদ্ধা ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামানসহ গোরস্থানের সকল মুরর্দেগানদের জন্য দোয়া ও মাগফেরৎ কামনা করা হয়।

দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের সস্মেলন কক্ষে উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমা-ার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজী, বীর মুক্তিযোদ্ধা খান আহছানউল্লাহ, মোফাকখারুল ইসলাম নীলু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আজকের বিশেষ দিনে বাংলাদেশের কৃতি সন্তান মুক্তিযোদ্ধারা জেলার প্রথম পাকহানাদার বাহিনীকে বিতাড়িত করে কালিগঞ্জ মুক্ত করে সেখানে বাংলাদেশের স্বাধীন পতাকা উত্তোলন করেন। তিনি বঙ্গবন্ধুর চেতনায় বাংলাদেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার জন্য সকল নাগরিকের প্রতি আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

(আরকে/এসপি/নভেম্বর ২০, ২০২৩)