রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আলম রিপনের ব্যক্তিগত অফিসের জানালা ভেঙ্গে পেট্টোল ঢেলে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা।

এসময় অফিসে থাকা নগদ ২০ হাজার টাকা, লোকজনের কাছ থেকে ক্রয় করা কয়েকটি জমির দলিল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে উপজেলা সড়কের আনামিয়া মিস্ত্রী বাড়ীর সামনে পাউবো’র কার্যালয়ের ভিতরে তার ব্যক্তিগত অফিস কক্ষে।

খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাছেল ঘটনান্থল পরির্দশন করেন। এঘটনায় ওই নেতা মামলা প্রস্ততি নিচ্ছেন বলে জানান।

ছাত্রলীগ নেতা রিপন জানান, পাউবো’র একটি ভবন তার নামে বরাদ্দ দেওয়া হয়। ওই ভবনের একটি কক্ষ তিনি ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহার করে আসছেন।

বৃহস্পতিবার রাত ১২ টা পর্যন্ত অফিসে বসে তার ব্যক্তিগত কিছু কাজ করে বাসায় চলে যান।শুক্রবার ভোর ৫ টার দিকে তিনি হাটতে বেরিয়ে দেখেন তার কার্যালয়ের জানালা ভেঙ্গে কে বা কারা ওই কক্ষে পেট্টোল ঢেলে অগ্নি সংযোগ করেছে। এতে অফিসে থাকা নগদ ২০ হাজার টাকা, লোকজনের কাছ থেকে ক্রায় করা কয়েকটি জমির দলিল ও আসবাবপত্রসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এঘটনায় তিনি মামলা প্রস্ততি নিচ্ছেন বলে জানান।

রায়পুর থানার উপ-পরিদর্শক (ডিউটি অফিস্যার) সিরাজ মিয়া বলেন, খবর পেয়ে ঘটন্থাল পুলিশ পাঠানো হয়েছে। অগ্নি সংযোগের ঘটনায় মামলা করলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

(এমআরএস/এসসি/নভেম্বর০৭,২০১৪)