বগুড়া প্রতিনিধি :বগুড়া শহরের জামিলনগরে মধ্যরাতে পুলিশের উপর ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।

পরে জামিলনগরের ব্রিলিয়ান্ট ছাত্রাবাসে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গান পাউডার, ৩ টি তাজা ককটেল, অগ্নিসংযোগের জন্য পেট্রল, ব্যানার, কিছু টায়ার ও অসংখ্য সিডি উদ্ধার ও নাশকতার সরঞ্জামসহ মোট ১৮ জামায়াত শিবিরকর্মীকে গ্রেফতার করেছে।

বগুড়া সদর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে বগুড়া শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আজগর আলী, শাজাহানপুর উপজেলা শিবির সভাপতি মোঃ শাহীন, জেলা ছাত্র শিবিরের (দক্ষিণ) মাদ্রাসা সম্পাদক মোঃ আব্দুল আলীম, পাঠাগার সম্পাদক সোলাইমান আলী, সাহিত্য সম্পাদক সাখাওয়াত। এদের বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে।

বগুড়ার সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী (তদন্ত) জানান, বৃহস্পতিবার রাত প্রায় ২ টার সময় ওই ছাত্রাবাস থেকে নৈশকালিন টহলরত পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে বগুড়া শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আজগর আলীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।

ঐ ছাত্রাবাস থেকে ব্যানার, গান পাউডার, অগ্নিসংযোগের জন্য রাখা টায়ার, সিডি উদ্ধার করা হয়। আটক আজগর আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বগুড়ার সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জল কুমার রায় জানান, শহরের জামিলনগর থেকে নাশকতার সরঞ্জমাসহ জেলায় পৃথক পুলিশি অভিযান চালিয়ে শুক্রবার ভোর পর্যন্ত জামায়াত শিবিরের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সকলেই ইতিপূর্বে দায়েরকৃত একাধিক মামলার এজাহারভূক্ত আসামী।



(এএসবি/এসসি/নভেম্বর০৭,২০১৪)