তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভার সেনানিবাসে যথাযথ মর্যাদা ও উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস ২০২৩।

দিবসটি পালন উপলক্ষ্যে মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে সাভার সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে দিবসটির শুভ সুচনা করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি।।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমসহ মুক্তিযোদ্ধাগণ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি তার ভাষণের শুরুতেই গভীর শ্রদ্ধায় স্মরণ করেন স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানান অগণিত বীর শহিদদের ও সাহসী বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে কাঙ্খিত স্বাধীনতা।

এ সময় তিনি বিশেষ করে মুক্তিযুদ্ধে সাভার অঞ্চলের অসীম সাহসিকতা, সহযোগীতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করে অনুষ্ঠানে উপস্থিত সাভার অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। শেষে ব্যান্ডের তালে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, স্বাধীনতাযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী।

(টিজি/এসপি/নভেম্বর ২২, ২০২৩)