রৌমারী প্রতিনিধি : রৌমারী উপজেলার সীমান্ত দিয়ে এবার ইরি ধানের চারা পাচার হচ্ছে। প্রায় প্রতিদিনই বিজিবি পাচারকারীদের ধরার জন্য অভিযান চালালেও তাদের ধরা যাচ্ছে না। সিন্ডিকেটটি এতই শক্তিশালি যে তাদের বিপদসংকুল এলাকাগুলোতে সদস্যরা মোবাইল নিয়ে সক্রিয় থাকে। ফলে বিজিবির উপস্থিতি সহজেই প্রকাশ হয়ে যায়।

সূত্র জানায়, সীমান্তের চুলিয়ার চর, ঝাউবাড়ি, বকবান্দা, খেওয়ার চর, উত্তর আলগার চর, দক্ষিণ আলগার চর, লাঠিয়াল ডাঙ্গা, বালিয়ামারি দিয়ে প্রতি রাতে শত শত বস্তা চারা পাচার হচ্ছে। ইরি আবাদ শুরু না হতেই পাচার হওয়ায় চারা সংকটে পড়তে পারে রৌমারীর কৃষক।
এব্যাপারে খেওয়ার চর বিজিবি ক্যাম্প কমান্ডার মোর্শেদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চারা পাচারের কথা স্বীকার করে বলেন, মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগান্তে সিন্ডিকেট সদস্যরা পাচারকার্য সমাধা করে। আমাদের লোকবল কম, তাই একদিকে গেলে আরেক দিকে পাচার হয়ে যায়। তবে আমরা খুবই সক্রিয় আছি। আর সাধারণ মানুষ যদি একটু সহযোগিতা করতো তাহলে কাজটা আমাদের জন্য অনেকটা সুবিধা হতো।

(ওএস/এটিআর/নভেম্বর ০৭, ২০১৪)