শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর ডিগ্রী কলেজ কেন্দ্রে শুক্রবার সকাল ১১টার দিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

জানা গেছে, শেরপুর ডিগ্রী কলেজ কেন্দ্র উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষায় গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে পৌরনীতি প্রথম পত্র পরীক্ষায় ৩০২ জন পরীক্ষার্থী অংশ নেয়। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে তাৎক্ষণিক ভাবে নকল করার অভিযোগ ৭ জন পরীক্ষার্থীকে বহিস্কার করেন। কেন্দ্র সচিব অধ্যক্ষ মো: আবু বকর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(এনএএম/এটিআর/নভেম্বর ০৭, ২০১৪)