শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের ৬টি কেন্দ্রে শুক্রবার থেকে শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে মোট ৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

জানা গেছে, জেএসসি পরীক্ষায় শেরপুর ডিজে হাইস্কুল কেন্দ্রে মোট ১২৯৮ জন পরীক্ষার্থীর মাঝে ১৯ জন অনুপস্থিত, মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ৯৩৪ জন পরীক্ষার্থীর মাঝে ৬ জন অনুপস্থিত ও সীমাবাড়ী এসআর বালিকা বিদ্যালয় কেন্দ্র জেএসসি পরীক্ষায় ৯১৪ জন পরীক্ষার্থীর মাঝে ০৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

এছাড়া জেডিসি পরীক্ষায় ৩টি কেন্দ্রের মধ্যে উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ৫৪৭ জন পরীক্ষার্থীর মাঝে ১৫ জন অনুপস্থিত, শেরপুর শহীদিয়া কামিলা মাদ্রাসায় ৩০৪ জন জন পরীক্ষার্থীর মাঝে ১৫ জন অনুপস্থিত এবং ধুনকুন্ডি আয়েশা মওলা বক্স দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৪১৬ জন পরীক্ষার্থীর মাঝে ১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

(এনএএম/এটিআর/নভেম্বর ০৭, ২০১৪)