বগুড়া প্রতিনিধি : শুক্রবার বিকেলে বগুড়া শাজাহানপুর উপজেলার শাবরুল উচ্চ বিদ্যালয় মাঠে আজাদ সংঘের আয়োজনে ৩য় সাদমান সাদিক স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০১৪ উদ্বোধন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার বাদল, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান, আমন্ত্রিত অতিথির মধ্যে ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আতাউর রহমান, আশেকপুর ইউপি চেয়ারম্যান এম ইদ্রিস আলী সাকিদার, শাবরুল উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুম্মান আলম মুক্তি, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক একেএম খায়রুল বাশার, সমাজসেবক ইনছান আলী, ইউপি সদস্য মনসুর রহমান মন্টু, সংঘের সভাপতি রেজাউল হক তালুকদার, সাধারণ সম্পাদক শামীম তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে বগুড়া পুলিশ সুপার বলেন, খেলাধুলা মেধা ও মননের বিকাশ ঘটায়। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে তরুন যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নাই। উল্লেখ্য সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এবং দৈনিক বগুড়া পত্রিকার ফটো সাংবাদিক মমিনুর রশিদ শাইনের সন্তান সাদমান সাদিক ২০০৯ সালের ৯ নভেম্বর পানিতে ডুবে মৃত্যু বরন করে। তার স্মৃতি ধরে রাখার জন্য পিতা শাইনের সার্বিক সহযোগিতায় শাবরুল আজাদ সংঘের আয়োজনে প্রতি বছর সাবরুল উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। এবারে মোট ৮টি দলের অংশ গ্রহন করেছে।

(এএসবি/এটিআর/নভেম্বর ০৭, ২০১৪)