বগুড়া প্রতিনিধি : আগামী ২৫ ডিসেম্বর রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে। এ উপলক্ষে সারা দেশের মত বগুড়াতেও বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। অতিরিক্ত জেলা প্রশাসক খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া জেলার পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, এফবিসিসিআইয়ের পরিচালক আলহাজ্ব মমতাজ উদ্দিন, সিনিয়র তথ্য অফিসার মজিবর রহমান, বিটিভি বগুড়া জেলা সংবাদ প্রতিনিধি যাহেদুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি এ্যাডঃ আব্দুল মতিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বগুড়া জেলার ১২টি উপজেলা থেকে নির্বাচিত প্রতিযোগিরা অংশ নেয়। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত, নজরুল সংগীত, উচ্চাংগ সংগীত, লালনগীতি, লোকসংগীত, পল্লীগীতি, আঞ্চলিক গান, আধুনিক গান, দেশাত্ববোধক গান, নৃত্য, অভিনয়, কবিতা আবৃত্তি, ও গল্পবলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

(এএসবি/এটিআর/নভেম্বর ০৭, ২০১৪)