কুমিল্লা প্রতিনিধি : চোর সন্দেহে কুমিল্লা সীমান্তে পিটিয়ে হত্যা করা বাংলাদেশী যুবক এরশাদ মিয়ার (৩৫)  লাশ ফেরত দিয়েছে বিএসএফ। জেলার বিবিরবাজার স্থলবন্দর এলাকায় কটকবাজার বিজিবি ক্যাম্পে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে লাশটি ফেরত দেওয়া হয়।

নিহত এরশাদ সীমান্তবর্তী কুমিল্লা আদর্শ সদর উপজেলার অরণ্যপুর গ্রামের মৃত আয়াত আলীর ছেলে।

কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছেন, বিবিরবাজার বিজিবি ক্যাম্পের সামনে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর এরশাদের লাশ ফেরত দেয় বিএসএফ।

প্রসঙ্গত, শুক্রবার ভোরে চোর সন্দেহে ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়ার দুর্গাপুর এলাকায় এরশাদকে আটক করে স্থানীয়রা। তাদের গণধোলাইয়ে গুরুতর আহত হন এরশাদ। খবর পেয়ে সোনামুড়া থানা পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে এরশাদের মৃত্যু হয়।

(ওএস/এইচআর/নভেম্বর ০৮, ২০১৪)