শাহ্ আলম শাহী, দিনাজপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর (ফুলবাড়ী-পার্বতীপুর)-৫ আসনে আওয়ামীলীগ, জাতীয়পাটি (জাপা), জাকের পাটি, পিপলস্ পাটি ও দুই সতন্ত্র প্রার্থীসহ  মোট ৬জন মনোয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে উৎসব মুখোর পরিবেশে ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলা নির্বাচন রিটার্নিং অফিসারের কাছে মনোনয়পত্র দাখিল করেন তারা।

মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি,বর্তমান সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার,জাতীয় পাটির এ্যাডভোকেট নুরুল ইসলাম,জাকের পাটির হারুন আর রশিদ,পিপলস্ পাটির শওকত আলী,সতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) তোজাম্মেল হক ও হযরত আলী বেলাল।

তারা নিজ নিজ সমর্থকদের সাথে নিয়ে ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট এই মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মীর মো.আল কামাহ তমাল।

উপজেলা নির্বাচন কার্যলয় সুত্র জানায়, দিনাজপুর জেলার ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনের মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ১৩৪জন, এর মধ্যে পুরুষ দুই লাখ ২৫ হাজার ১২৯জন ও মহিলা দুই লাখ ২৫ হাজার ৬জন। এর মধ্যে ফুলবাড়ী উপজেলায় এক লাখ ৫০ হাজার ৪১জন। ও পার্বতীপুর উপজেলায় ৩ লাখ ৯৪জন।

আওয়ামীলীগের দলিয় প্রার্থীর পাশাপাশি, আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) তোজাম্মেল হক সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও,বিএনপি ও জামাতের পক্ষে কেউ দাখিল করেনি মনোনয়নপত্র।

(এসএএস/এএস/নভেম্বর ৩০, ২০২৩)