তপু ঘোষাল, সাভার : ঢাকা-১৯ (সাভার ও আশুলিয়া) ও ঢাকা ২০ (ধামরাই) দু’টি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বিভিন্ন দলের প্রার্থীরা উৎসবের আমেজে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে ঢাকা-১৯ আসনে ১২ জন এবং ঢাকা-২০ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।


বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকেই মনোনয়ন ফরম জমা দিতে আসেন প্রার্থীরা। এসময় প্রার্থীদের সঙ্গে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে দলীয় নেতাকর্মী-সমর্থদের উপস্থিতি দেখা গেছে।

ঢাকা-১৯ আসনে সাভার উপজেলা পরিষদে এই আসনের সহকারী রিটার্নিং অফিসার মো. মাজহারুল ইসলামের কার্যালয়ে নির্বাচনে অংশ নিতে ১২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. এনামুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং ওরফে মুরাদ, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, তৃণমূল বিএনপির মাহাবুবুল হাসান, জাতীয় পার্টির মো. বাহাদুর ইসলাম ও মো. আবুল কালাম আজাদ, ন্যাশনাল পিপলস পার্টির মো. ইসরাফিল হোসেন সাভারী, গণফ্রন্টে নূরুল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. জুলহাস, জাকের পার্টির মো. শামসুদ্দিন আহম্মেদ, বি.এন. এম -এর মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির আইরীন পারভিন।

অন্যদিকে ঢাকা-২০ আসনে ধামরাই উপজেলা পরিষদে এই আসনের সহকারী রিটার্নিং অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর কার্যালয়ে নির্বাচনে অংশ নিতে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের দলীয় মনোনীত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমদ, স্বতন্ত্র প্রার্থী এ আসনের সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেক এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন, জাতীয় পার্টির খান মোহাম্মদ ইসরাফিল, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. মিনহাজ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) রেবেকা সুলতানা।

(টিজি/এএস/নভেম্বর ৩০, ২০২৩)