সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে প্রার্থী হতে বিভিন্ন দলের পক্ষে মনোনয়ন জমা দিলেন ৬ জন প্রার্থী। ৩০ নভেম্বর বৃহস্পতিবার শেষ দিনেও সকাল ১০ উৎসব আমেজে  মনোনয়নপত্র জমা হয়েছে। যদিও ভৈরব-কুলিয়ারচরে গত চারদিন যাবত মনোনয়ন পত্র জমা দিচ্ছেন প্রার্থীরা।

এবার প্রার্থীরদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নাজমুল হাসান পাপন জমা দিয়েছেন ২৯ নভেম্বর।

এ সময় প্রার্থীদের সঙ্গে জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে দলীয় নেতা ও কর্মী-সমর্থকদের উপস্থিতি দেখা ভরপুর।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভৈরব-কুলিয়ারচর আসনে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন শাহবুদ্দিন আহমেদ, জাতীয় পার্টির প্রার্থী নুরুল কাদের সোহেল, বাংলাদেশ ইসলামী ফন্টের পক্ষে হাজী মোহাম্মদ রুবেল হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষে হেলাল উদ্দিন, বাংলাদেশ সাংস্কৃতিক যুক্তি জোটের পক্ষে আইয়ুব উদ্দিন।

(এসএস/এএস/নভেম্বর ৩০, ২০২৩)