স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : আসন্ন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ছিলো প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন।

যশোরের ৬টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ, তৃণমূল বিএনপি, জাকের পার্টি, স্বতন্ত্র, জাতীয় পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ড, ন্যাশনাল পিপলস পার্টি, ইসলামিক ঐক্যজোট, বাংলাদেশ কংগ্রেসসহ মোট ১২ টি দলের নেতা কর্মীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়ন ফরম জমা দেওয়া নেতা কর্মীদের মধ্যে আ'লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সংখ্যা বেশি। এই সারিতে রয়েছে স্বয়ং জেলা আ'লীগের সভাপতি। কোনো কোনো আসনে রয়েছে নবীন-প্রবীণ প্রতিদ্বন্দি। ৬টি আসনে রিটার্নিং ও সহকারি রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন জমা দিয়েছেন সর্বমোট ৪৬ জন। এর মধ্যে সর্বউচ্চ ১০ জন প্রার্থী দেখা গেছে সদর আসনে।

যশোর-১(শার্শা)আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আ'লীগ মনোনীত প্রার্থী শেখ আফিল উদ্দীন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, মোঃ আশরাফুল আলম, মোঃ সোহরাব হোসেন, মোঃ নাজমুল হাসান, জাতীয় পার্টি থেকে মোঃ আক্তারুজ্জামান, জাকের পার্টি থেকে মোঃ সবুর খান।

যশোর-২(ঝিকরগাছা-চৌগাছা) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আ'লীগ মনোনীত প্রার্থী মোঃ তৌহিদুজ্জামান। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, মোঃ মনিরুল ইসলাম, এস এম হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মোঃ আব্দুল আউয়াল,জাকের পার্টির মোঃ সাফারুজ্জামান, জাতীয় পার্টির ফিরোজ শাহ, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ডের মোঃ শামসুল হক।

যশোর-৩(সদর) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আ'লীগ মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদ। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, শহিদুল ইসলাম মিলন, মহিত কুমার নাথ, বিকল্পধারা বাংলাদেশের মোঃ মারুফ হাসান (কাজল) বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোঃ তৌহিদুজ্জামান, জাতীয় পার্টির মোঃ মাহবুব আলম, তৃণমূল বিএনপির মোঃ কামরুজ্জামান, জাকের পার্টির মোঃ মহিবুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান, ন্যাশনাল পিপলস পার্টির অ্যাডভোকেট সুমন কুমার রায়।

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আ'লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুল। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, রণজিৎ কুমার রায়, সন্তোষ কুমার অধিকারী, তৃণমূল বিএনপির লে. কঃ এম শাব্বির আহমেদ (অবঃ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মন্ডল, ইসলামি ঐক্যজোট মোঃ ইউনুচ আলী, জাকের পার্টির মোঃ লিটন মোল্লা, জাতীয় পার্টির মোঃ জহুরুল হক।

যশোর-৫ (মনিরামপুর)আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আ'লীগ মনোনীত প্রার্থী স্বপন ভট্টাচার্য্য। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন,মোঃ ইয়াকুব আলী, মোঃ কামরুল হাসান বারী, হুমায়ুন সুলতান, মোঃ আমজাদ হোসেন লাভলু, জাকের পার্টির মোঃ হাবিবুর রহমান, ইসলামিক ঐক্য জোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ্ আব্বাসী, তৃণমূল বিএনপি'র আবু নছর মোহাম্মদ মোস্তফা, জাতীয় পার্টির এম এ হালিম।

যশোর-৬(কেশবপুর) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আ'লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, এইচ এম আমির হোসেন, হোসাইন মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ আজিজুল ইসলাম, জাতীয় পার্টির জি এম হাসান, জাকের পার্টির সাইদুজ্জামান।

(এসএমএ/এএস/ডিসেম্বর ০১, ২০২৩)