স্টাফ রিপোর্টার : চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের দক্ষতার উন্নয়ন করে দেশের স্বাস্থ্যসেবার মান বাড়াতে চায় প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়া (পিএইচএ) নামে একটি সংগঠন।

শুক্রবার (১ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন পিএইচএ সংশ্লিষ্টরা।

পিএইচএ’র চেয়ারপারসন ড. তাসবিরুল ইসলাম বলেন, আমাদের সংগঠনে শুধু বিদেশে থাকা বাংলাদেশের চিকিৎসকরা নয়, বাংলাদেশে কর্মরত চিকিৎসকরা যদি সহায়তা না করতেন তাহলে আমাদের সাড়ে তিন বছরের পথচলা সহজ হতো না। চিকিৎসকদের মধ্যে যোগাযোগ বাড়াতে আমরা কাজ করবো, এবং দেশের চিকিৎসকদের পেশাগত মানের উন্নয়নে কাজ করতে চাই।

ডা. শাকিল ফরিদ বলেন, বিশ্ব আজ টেকনোলজিতে অনেক উন্নত। আমাদেরও যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আগে যে সব কোর্স বাইরের দেশে যেয়ে করতে হতো, সেগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসছি। আশা করছি এতে উপকৃত হবেন চিকিৎসকরা।

ডা. চৌধুরী হাফিজ আহসান বলেন, আমি আমার চিকিৎসা পেশায় বাংলাদেশে এসে অনেক কিছু শিখেছি। পিএইচএ দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের এক করেছে। এখন যদি আমরা প্রাতিষ্ঠানিক সম্পর্ক তৈরি করে কাজের ক্ষেত্রে এগিয়ে যেতে পারি। আমাদের চিন্তা করতে হবে কীভাবে এ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের (এনআইএনএস) পরিচালক প্রফেসর ডা. কাজী দীন মোহাম্মদ বলেন, আমাদের দেশের বাস্তবতা মেনে নিয়ে কীভাবে চিকিৎসা ব্যবস্থার অসঙ্গতিকে ওভারকাম করতে পারি সেটি এখন চ্যালেঞ্জের বিষয়। আমরা জানি সমস্যা কোথায়। কিন্তু আমরা পারছি না সমাধান করতে। আশা করছি ভবিষ্যতে এসব সমস্যা সম্মিলিতভাবে মোকাবিলা করতে পারবো।

এসময় অনুষ্ঠানে দেশ ও দেশের বাইরে কর্মরত বাংলাদেশি প্রায় ১৭০ জন চিকিৎসক উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/ডিসেম্বর ০১, ২০২৩)