আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দ্বৈত নাগরিকত্ব থাকায় বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মার্কার প্রার্থী আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। ফলে এ আসনের হেভিওয়েটের প্রার্থী হিসেবে মনোনয়নের বৈধতায় টিকে গেছেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ।

আজ সোমবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম দ্বিতীয় দিনের শুনানি শেষে এ ঘোষণা করেছেন। জেলা প্রশাসক জানিয়েছেন, জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুসারে প্রার্থী হতে হলে দ্বৈত নাগরিকত্ব অগ্রহণযোগ্য। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদের দ্বৈত নাগরিকত্ব থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া আরও ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধতা পেয়েছেন ৪৫ জন প্রার্থীর মনোনয়নপত্র। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে বরিশাল-৬ আসনে (বাকেরগঞ্জ) সর্বোচ্চ পাঁচজন প্রার্থী রয়েছেন। বাতিলের তালিকায় রয়েছেন, সদ্য পদত্যাগ করা বাকেরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম। তবে যেসব প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা প্রার্থীতার বৈধতা পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলেও রিটার্নিং কর্মকর্তা উল্লেখ করেছেন।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৪, ২০২৩)