কুষ্টিয়া প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত চেয়ে জাতিসংঘ যে প্রস্তাব করেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের যে সমস্ত বন্ধু প্রতিম ও উন্নয়ন সহযোগী দেশ আছে তারা অহেতুক অযাচিতভাবে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করলে বাংলাদেশের মানুষ খুশি হবে।’

শনিবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন।

হানিফ বলেন, ‘দেশের ১৬ কোটি মানুষের দাবি এবং জনগণের ম্যান্ডেট নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি। এই বিচারে আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডআছে। যারা যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী তাদের অপরাধ প্রমানিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছে। পৃথিবীর বহুদেশে মৃত্যুদণ্ডের বিধান আছে। সেক্ষেত্রে বাংলাদেশেও আমাদের দেশের প্রচলিত আইনেই চলবে। এতে করে কারো আপত্তি থাকার কথা নয়।


এ সরকার আস্তে আস্তে গণতন্ত্র হত্যা করছে মির্জা ফখরুলের এমন মন্তব্যে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘যে দলের জন্মই হচ্ছে স্বৈরাচারীর মধ্য দিয়ে, ক্যান্টনমেন্টে সামরিক বাহিনীর মধ্য থেকে বিএনপি দল গঠন হয়েছিল। সেই দলের নেতার কাছ থেকে গণতন্ত্রের সংজ্ঞা শেখার কোনো প্রয়োজন নেই। যারা গণতন্ত্র জানেই না তাদের কাছে গণতন্ত্রের ব্যাখ্যা দেয়া ঠিক নয়। আজকে বিএনপি বিভিন্ন জায়গায় লাগামহীনভাবে সরকারের বিরুদ্ধে সভা সেমিনার করে যাচ্ছে যদি গণতন্ত্র না থাকতো তাহলে এগুলো করার সুযোগ পেতো না।’
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমানহাবিসহ দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।

(কেকে/এএস/নভেম্বর ০৮, ২০১৪)