শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে  বীরগঞ্জে চাল বোজাই চলন্ত ট্রাকে আবারো আগুন  দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও চাল বোঝাই ট্রাকের অধিকাংশ  পুড়ে গেছে।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের মহুগাঁও আমতলী বাজারের টেউনি ব্রীজের উপরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বীরগঞ্জ পুলিশ ও বীরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

পরে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) এবং বীরগঞ্জ থানার ওসি মুজিবুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনা সততা নিশ্চিত করে জানান, 'দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে চালভর্তি একটি ট্রাকে রংপুরের মাহীগঞ্জে যাওয়ার পথে বীরগঞ্জের আমতলী মোড়সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে মামলা হয়েছে।পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা চালাচ্ছে।'

প্রসঙ্গত, ৪ ডিসেম্বর রাতে শহরে দাঁড়িয়ে রাখা বাসে, ৩ ডিসেম্বর রাতে খড় বোঝাই ট্রাকে আগুন দেয় দূর্বৃত্তরা। এছাড়াও ২৭ নভেম্বর জেলার কাহারোল উপজেলার মোহাম্মদপুর এলাকায় এক‌টি এবং গত শ‌নিবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে একই উপ‌জেলার রামপুর ভাদগাও সেতু সংলগ্ন এলাকায়এক‌টি ধান বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

অন্যদিকে চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে ১৩ নভেম্বর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অদূরে একটি ভুট্টা বজায় ট্রাকে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা।

(এসএএস/এএস/ডিসেম্বর ০৭, ২০২৩)